গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৫ শতাংশ
প্রকাশকালঃ
২৮ মে ২০২৩ ১২:১১ অপরাহ্ণ ৭৬ বার পঠিত
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আবেদনকারীদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯৫.৭৬ শতাংশ শিক্ষার্থী।
গতকাল শনিবার বিষয়টি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইমদাদুল হক। উপাচার্য বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আবেদন করেন ১৫ হাজার ৯২১ জন শিক্ষার্থী। যার মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৫ হাজার ২৪৬ জন শিক্ষার্থী। আবেদন করেও পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৬৭৫ জন।
সি ইউনিট তথা ব্যবসায় শিক্ষা বিভাগে মোট আবেদন জমা পড়ে ৩৯ হাজার ৮৬৪টি। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে মোট আসন তিন হাজার ৪৯৬টি। আসনপ্রতি লড়েছে ১২ জন ভর্তীচ্ছু।
গতকাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একটি উপকেন্দ্র উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।