ঢাকা-বেইজিং সম্পর্ক অটুট থাকবে: চীনা রাষ্ট্রদূত

প্রকাশকালঃ ১৪ অক্টোবর ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ ৪১১ বার পঠিত
ঢাকা-বেইজিং সম্পর্ক অটুট থাকবে: চীনা রাষ্ট্রদূত

ঢাকা প্রেস নিউজ


ঢাকা-বেইজিং সম্পর্ক: স্থিতিশীলতা ও সহযোগিতার প্রতিশ্রুতি

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে বাংলাদেশ-চীন সম্পর্কের স্থিতিশীলতা ও সহযোগিতার ওপর জোর দিয়েছেন।
 

তিনি জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যাই হোক না কেন, ঢাকা-বেইজিং সম্পর্কের উন্নয়নে চীনের প্রতিশ্রুতি অটুট রয়েছে। চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে, বিশেষ করে দেশের সাম্প্রতিক সংকটের সময়। করোনা মহামারি এবং গত জুলাইয়ের আন্দোলনের সময়ও চীনা কোম্পানিগুলো দেশ ছেড়ে যায়নি।
 

চীনা রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুতই আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে।
 

এদিকে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ সরকার চীনের সঙ্গে সামরিক যোগাযোগ আরও বাড়াতে আগ্রহী। তিনি রোহিঙ্গা ইস্যুতেও মন্তব্য করে বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।
 

উল্লেখ্য, বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা চলমান রয়েছে।