ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ এর জেলা সন্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়।
আজ ৯ জানুয়ারী বৃহস্পতিবার নগরীর মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র আন্দোলনবাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন তানিম এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম হাবিব।
এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, উত্তর জেলার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম, দক্ষিণ জেলার সহ সভাপতি মাওলানা মাসুদুর রহমান।
উক্ত সম্মেলনে আরও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি ময়মনসিংহ জেলার সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ মানসুর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি মনিরুজ্জামান তরফদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি ডি এম ইলিয়াস আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর এর সভাপতি নূর মোহাম্মদ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা সভাপতি মনিরুজ্জামান হুজাইফা।