ঢাকা প্রেস
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের হিলি: বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কামালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠিয়েছেন এবং তার পদত্যাগের দাবি জানিয়েছেন।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে হাকিমপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল স্কুলে ব্যাপক দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং শিক্ষার্থীদের প্রতি দুর্ব্যবহার চালিয়ে আসছেন।
শিক্ষার্থীরা তাদের লিখিত বক্তব্যে উল্লেখ করেন যে, এই অবস্থা আর সহ্য করা যাবে না। তারা শিক্ষাপ্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে এবং সুষ্ঠু শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে অধ্যক্ষের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন।