এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। হঠাৎ শব্দে চারদিক আতঙ্কিত হয়ে পড়ে।
এর আগে, বিকেলে হাজারো শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করে। আন্দোলনের একপর্যায়ে সচিবালয়ের ভেতরে পার্কিংয়ে থাকা একাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের ওপর চড়াও হয়।
পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয়ের ভেতর থেকে বের করে দেয়। বাইরে এসে শিক্ষার্থীরা ফের জড়ো হলে সেখানে ফের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সার্বিক পরিস্থিতি এখনও থমথমে। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।