তিতাসে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০১:৪০ অপরাহ্ণ   |   ১১৭ বার পঠিত
তিতাসে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 

কুমিল্লার তিতাস উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

 


 

৭ এপ্রিল ২০২৫, রবিবার সকাল ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ও অসামরিক প্রশাসনের সহায়তায় তিতাস থানার শাহপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
 

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় শাহপুর গ্রামে অভিযানে অংশ নেয় যৌথ বাহিনীর একটি টিম।
 

অভিযানে শাহপুর গ্রামের মোনতাজ ব্যাপারীর ছেলে মো. রিপন মিয়া (৪৮)–কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি একাধিক মামলার আসামি, ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে জানায় যৌথ বাহিনী।
 

আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র তিতাস থানায় হস্তান্তর করা হয়।