নিউজ ডেস্ক (চট্টগ্রাম):-
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০ জনের পরিচয় নিশ্চিত করেছে চট্টগ্রাম হাইওয়ে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়: ১. দিলীপ বিশ্বাস (৪৩), পিতা: দুলাল বিশ্বাস, শৈলকুপা, ঝিনাইদহ।
২. সাধনা মন্ডল (৩৭), দিলীপ বিশ্বাসের স্ত্রী।
৩. আশীষ মন্ডল (৫০), দিলীপ বিশ্বাসের শ্বশুর।
৪. রফিকুল ইসলাম শামীম (৪৬), পিতা: আব্দুল জব্বার, মিরপুর, ঢাকা।
৫. লুৎফুন নাহার সুমি (৩৫), রফিকুল ইসলামের স্ত্রী।
৬. আনিসা (১৬), রফিকুল ইসলামের বড় মেয়ে।
৭. লিয়ানা (৮), রফিকুল ইসলামের ছোট মেয়ে।
৮. তানিফা ইয়াসমিন (১৬), রফিকুল ইসলামের ভাগিনা।
৯. মুক্তার হোসেন (৬০), রফিকুল ইসলামের মামা।
১০. মো. ইউসুফ আলী (৫৫), পিতা: কালা মিয়া, দক্ষিণ খান, ঢাকা। (মাইক্রোবাস চালক)।
দুর্ঘটনার কারণ: প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়ার ভাষ্য অনুযায়ী, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। চালক বাসটি থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে।