বিশ্বকাপে নতুন নিয়ম: প্রতিটি অর্ধে বাধ্যতামূলক পানি পানের বিরতি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ডিসেম্বর ২০২৫ ০৪:০২ অপরাহ্ণ   |   ২৯ বার পঠিত
বিশ্বকাপে নতুন নিয়ম: প্রতিটি অর্ধে বাধ্যতামূলক পানি পানের বিরতি

আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে ধরা হচ্ছে ইতিহাসের অন্যতম উষ্ণ আসর হিসেবে। ফুটবলারদের নিরাপত্তা ও শারীরিক সুরক্ষা বিবেচনায় রেখে তাই বড় ধরনের নিয়ম পরিবর্তন আনল ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, প্রচলিত অর্ধবিরতির পাশাপাশি ম্যাচের প্রতিটি অর্ধে পানি পানের জন্য আরও একটি করে অতিরিক্ত বিরতি থাকবে।
 

ফিফা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে খেলা শুরুর ২২ মিনিট পর রেফারি তিন মিনিটের একটি বাধ্যতামূলক পানি পানের বিরতি ঘোষণা করবেন। এ নিয়ম দুই অর্ধের জন্যই প্রযোজ্য। ফলে ৯০ মিনিটের ম্যাচে ফুটবলাররা মোট তিনবার বিশ্রামের সুযোগ পাচ্ছেন—দুটি কুলিং ব্রেক এবং মাঝের নিয়মিত অর্ধবিরতি।
 

আগেও ফুটবলে ‘কুলিং ব্রেক’ ছিল, তবে তা ছিল নির্দিষ্ট শর্তসাপেক্ষ। ম্যাচ চলাকালে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতি অর্ধের ৩০ মিনিট পর এই বিরতি দেওয়া হতো। নতুন নিয়মে তাপমাত্রার কোনও শর্ত থাকছে না—আবহাওয়া যেমনই হোক, ২২ মিনিট পর বিরতি বাধ্যতামূলক।
 

বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট অফিসার মানোলো জুবিরিয়া জানিয়েছেন, প্রয়োজনে রেফারি নমনীয়তা দেখাতে পারবেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, ম্যাচের ২০ বা ২১ মিনিটের দিকে যদি কোনো খেলোয়াড় চোটে পড়েন বা খেলা থেমে যায়, তবে রেফারি পরিস্থিতি বিবেচনা করে তখনই পানি পানের বিরতি দিতে পারবেন।