ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও দেশি আলুর দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ভারতীয় পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা কমে ৪৫ টাকা এবং দেশি নতুন আলুর দাম ৩০ টাকা কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে হিলি বাজারে ঘুরে এমন তথ্য পাওয়া যায়।
খুচরা ব্যবসায়ীরা জানান, ভারত থেকে প্রচুর পেঁয়াজ আমদানি এবং দেশি নতুন আলুর বাজারে প্রবেশের কারণে এই মূল্য হ্রাস ঘটেছে। এতে ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
হিলি বাজারে পণ্য কিনতে আসা আমিনুল ইসলাম বলেন, "কয়েক দিনের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কমেছে, তবে চাল, তেল, চিনি, এবং মসলার দাম অপরিবর্তিত রয়েছে। বাজারের দুর্বল ব্যবস্থাপনার কারণে সবকিছুর দাম নাগালের বাইরে চলে যাচ্ছে, যা আমাদের জন্য সংসার পরিচালনা কঠিন করে তুলছে। সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপও দেখা যাচ্ছে না।"
বাজারের এক বিক্রেতা রায়হান হোসেন জানান, দেশি আলু এবং ভারত থেকে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে দাম কমেছে। এতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন, এবং বিক্রিও বেড়েছে। "আমরা কম দামে কিনে, কম দামে বিক্রি করছি," তিনি যোগ করেন।
হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, রোববার ভারত থেকে ২০টি ট্রাকে ৫৮০ টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে।