প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ আগu ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ   |   ৩২৪ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার  সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন। তাঁর সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে তথ্য জানাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।

 

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। গত ২২ আগস্ট ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন। এ সময়ে গুরুত্বপূর্ণ একাধিক দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। সম্মেলন শেষে গত রবিবার সকালে তিনি দেশে ফেরেন।