রাবি সিট বাণিজ্যের ঘটনায় তদন্ত কমিটি গঠন শাখা ছাত্রলীগের
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
২৫ জানুয়ারি ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ
|
২৭৯ বার পঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের সিট বাণিজ্যের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শাখা ছাত্রলীগ। দুজন সদস্যের কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আবুল বাশার আহম্মেদকে। অপর সদস্য মনু চন্দ্র মোহন দেব বর্মন।
কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৩ জানুয়ারি রাবি শহীদ শামসুজ্জোহা হলের এক ছাত্রের মোবাইলে একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। ওই অডিও রেকর্ডের মাধ্যমে শোনা যায়, হল শাখা ছাত্রলীগের এক নেতা সিট বাণিজ্যের সাথে জড়িত।
এ ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু বলেন, তদন্ত কমিটি অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেবে।
তদন্ত কমিটির প্রধান আবুল বাশার আহম্মেদ বলেন, আমরা দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেব। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।