এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান
প্রকাশকালঃ
১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০২ অপরাহ্ণ ২১১ বার পঠিত
এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে টুর্নামেন্টের দুই আয়োজক দেশ। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু করা সম্ভব হয়নি। ৫ ওভার কমিয়ে ৪৫ ওভারে নামিয়ে আনা হয়েছে ম্যাচটি। পাকিস্তানের একাদশে এসেছে পাঁচটি পরিবর্তন। ভারতের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে খেলেছিলেন ইমাম উল হক, হারিস রউফ, নাসিম শাহ, ফাহিম আশরাফ ও আঘা সালমান। আজ লঙ্কানদের বিপক্ষে খেলছেন না তারা।
এই পাঁচজনের জায়গায় একাদশে ঢুকেছেন আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও জামান খান। পাকিস্তান একাদশ : আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও জামান খান।