ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভে শিক্ষার্থীরা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৪১ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভে শিক্ষার্থীরা

হাইকোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের ঘোষণার পরপরই আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হল থেকে পৃথক মিছিল বের হয়ে ক্যাম্পাসে যোগ দেয়।
 

মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন— “ডাকসু আমার অধিকার, রুখে দেয় সাধ্য কার”, “হাইকোর্টের প্রহসন মানি না, মানব না”, “এক-এগারো রুখে দাও”
 

গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, “ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। কিন্তু আমরা দেখছি এটিকে ষড়যন্ত্রের মাধ্যমে স্থগিত করা হয়েছে। তাই আমরা রাস্তায় নেমেছি এর প্রতিবাদ জানাতে।”