ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল রোধে ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে কাজ করছে। এ লক্ষ্যে শিগগিরই রাজধানীতে অবৈধ অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনে অভিযান পরিচালনা করা হবে।
শনিবার দুপুরে রাজধানীর মিরপুর পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রশাসক জানান, ডিএমপি ইতোমধ্যে এসব ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা প্রস্তুত করেছে এবং খুব শিগগিরই রাতে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
এসময় তিনি বিভিন্ন আবাসিক এলাকার বাড়ির মালিক সমিতিকে উদ্দেশ করে বলেন, “আপনারা আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশা প্রবেশে বাধা দিন। আবাসিক এলাকার নির্ধারিত পরিকল্পনার বাইরে কোনো বাণিজ্যিক কার্যক্রম করতে দেবেন না। স্থানীয় কমিউনিটি ও সিটি করপোরেশন একযোগে কাজ করলে অবৈধ অটোরিকশা ও হকারদের বিরুদ্ধে সফলভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ এজাজ বলেন, “প্লট কেনার আগে মৌজা ম্যাপ দেখে নিশ্চিত হোন সেটি জলাধার কি না। জলাধারে প্লট কিনলে ভবিষ্যতে জটিলতায় পড়তে হবে।”
পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, একসময় ধারণা করা হতো এই এলাকায় কোনোদিন পাকা রাস্তা হবে না। এখানকার জমি গুদাম ভাড়া দেওয়ার কাজে ব্যবহৃত হতো। কোনো মাঠ, খাল বা গাছপালা সংরক্ষণের উদ্যোগ ছিল না। নাগরিক সমাজের আন্দোলনের মাধ্যমে ইস্টার্ন হাউজিংয়ের ভেতরের খাল উদ্ধারের জন্য মামলা করা হয়। বর্তমানে সাতটি প্যাকেজের নির্মাণকাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন এবং জলাবদ্ধতা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ অন্য কর্মকর্তারা।