বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাড়িতে তল্লাশি চালিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পর্নোগ্রাফিকাণ্ডের তদন্তে মুম্বাই ও উত্তরপ্রদেশের প্রায় ১৫টি স্থানে অভিযান চালায় সংস্থাটি। এ ঘটনায় শিল্পার স্বামী এবং মুম্বাইয়ের শিল্পপতি রাজ কুন্দ্রাকেও তলব করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, রাজ কুন্দ্রা ইডির তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, "সত্যকে আড়াল করা যাবে না।" তবে শিল্পার নাম তোলার কারণে গণমাধ্যমের প্রতি অসন্তোষ প্রকাশ করেন রাজ।
গত ২৯ নভেম্বর মুম্বাইয়ে রাজের বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় ইডি। তদন্ত শেষে আর্থিক তছরুপ ও পর্নোগ্রাফি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজকে ডেকে পাঠানো হয়। আগামীকাল ২ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে ইডির মুম্বাই দপ্তরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ২০২১ সালের জুন মাসে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রাজ। দুই মাস জেলে থাকার পর সেপ্টেম্বরে জামিন পান তিনি। মুম্বাই পুলিশ তাকে মামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে।
তদন্তে পুলিশ জানতে পারে, ‘হটশট’ নামে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে তা বিভিন্ন সার্ভারে আপলোড করতেন রাজ। ভিডিওগুলো মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি করে দেশ-বিদেশে চক্র বিস্তৃত করেছিলেন তিনি। যদিও তিনি বরাবরই দাবি করেছেন, এ মামলায় তিনি নির্দোষ এবং তাকে ফাঁসানো হয়েছে।
পর্নোগ্রাফি মামলার পাশাপাশি বিটকয়েন দুর্নীতিতেও রাজ কুন্দ্রার নাম জড়িয়েছে। চলতি বছরের শুরুর দিকে ইডি রাজ এবং শিল্পার ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। অভিযোগ, এই সম্পত্তি বিটকয়েন দুর্নীতির মাধ্যমে অর্জিত।
রাজ এবং শিল্পা উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে ইডি এ বিষয়ে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।