রাজশাহী প্রতিনিধি:-
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ট্যাক্স ও ভ্যাট আদায় হয় বাংলাদেশে। তিনি উল্লেখ করেন, "আমরা প্রতিবছর ঋণ নিয়ে বাজেট বাড়াচ্ছি, যা কোনোভাবেই কাম্য নয়।"
মঙ্গলবার রাজশাহীতে ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, "প্রকৃতপক্ষে ব্যবসায়ীরা ভ্যাট দেন না, ভ্যাট দেন গ্রাহকরা। বলা হয়, ব্যবসায়ীরা সরকারের হয়ে ভ্যাট আদায় করে সরকারকে দেবেন, কিন্তু এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলে না। ব্যবসায়ীরা ভ্যাট ফাঁকি দেন, ফলে আমাদের ঋণ করে বাজেট বড় করতে হয়। এক্ষেত্রে ট্যাক্সের আওতা বাড়ানো ছাড়া বিকল্প নেই।"
তিনি আরও জানান, "এনবিআর এখন থেকে শুধু অর্থ আদায়ের দায়িত্ব নেবে, আর এ সংক্রান্ত আইন প্রণয়ন করবে অন্য একটি প্রতিষ্ঠান। ভ্যাট-ট্যাক্স আদায়সহ অনেক সেবাকে অটোমেশনের আওতায় আনার প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।"
এনবিআর চেয়ারম্যান সুলতানগঞ্জ-মায়া নৌবন্দরে রাজস্ব আদায় প্রক্রিয়া দ্রুত চালু করার পাশাপাশি সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মেশিনারি পার্টস আমদানি করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও বগুড়া জেলার ব্যবসায়ী ও চেম্বার নেতারা অংশ নেন।
আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যানের বক্তব্যের আগে ব্যবসায়ী নেতারা বলেন, "জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং বর্ধিত হারে ভ্যাট-ট্যাক্স প্রদান করতে গিয়ে ব্যবসায়ীরা অসুবিধায় পড়ছেন। তারা আসন্ন বাজেটে করের আওতা সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান ব্যবসায়িক কর, ভ্যাট ও শুল্ক বাড়ানো না করার পরামর্শ দেন।"