জামায়াত নেতা এটিএম আজহারের ২ বছরের কারাদণ্ড

প্রকাশকালঃ ২১ মে ২০২৪ ০৪:৫০ অপরাহ্ণ ৬২৭ বার পঠিত
জামায়াত নেতা এটিএম আজহারের ২ বছরের কারাদণ্ড

ঢাকা প্রেসঃ
২০২৪ সালের ২১ মে
রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামসহ ১১ জনকে আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২৭ ও ৪৫০ ধারায় অভিযোগ ছিল।

২০১০ সালের ৭ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন স্থানে আগুন縱火 ও যানবাহন ভাঙচুরের ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়। ওই মামলায় ১৮ জনকে আসামি করা হয়।

আজ আদালত সাক্ষ্য-প্রমাণ পরীক্ষা করে এটিএম আজহারুল ইসলামসহ ১১ জনকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেন।

অবশিষ্ট সাতজন আসামির বিচার এখনও চলমান।