এবার দেশের সীমানা পেরিয়ে পাকিস্তানে মুক্তি মোনা: জ্বীন-২

প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৪ ০২:৫৬ অপরাহ্ণ ১৯১ বার পঠিত
এবার দেশের সীমানা পেরিয়ে পাকিস্তানে মুক্তি  মোনা: জ্বীন-২

ঈদের সিনেমা "মোনা: জ্বীন-২" এবার দেশের সীমানা পেরিয়ে পাকিস্তানে মুক্তি পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এই খবর নিশ্চিত করেছে। জাজ মাল্টিমিডিয়ার তথ্য অনুযায়ী, "মোনা: জ্বীন-২" সিনেমাটি পাকিস্তানের মাল্টিপ্লেক্স সহ মোট ২৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৮২টি শো-এর মাধ্যমে প্রদর্শিত হচ্ছে।


সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সিনেমাটির প্রযোজক আবদুল আজিজ পাকিস্তানে মুক্তির ব্যাপারে বেশ আশাবাদী। তিনি মনে করেন, সিনেমাটি সেখানকার দর্শকদের ভালো লাগবে এবং বাজেটও উঠে আসবে।আবদুল আজিজ আরও জানান, গত ঈদের আগে সেন্সরের জন্য সিনেমাটি পাকিস্তানে পাঠানো হয়েছিল। সেখানকার সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি পছন্দ করেছেন বলে তিনি জানতে পেরেছেন।


প্রযোজক আশা করছেন, ঈদের ছুটি উপলক্ষে পাকিস্তানে "মোনা: জ্বীন-২" ভালো ব্যবসা করবে। কামরুজ্জামান রোমান নির্মিত এই সিনেমায় মোনা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সুপ্রভাত। এছাড়াও, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশারসহ আরও অনেকে অভিনয় করেছেন।