শ্রীলঙ্কাকে হারাল আফগানিস্তান

প্রকাশকালঃ ০৩ জুন ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ ৬৮ বার পঠিত
শ্রীলঙ্কাকে হারাল আফগানিস্তান

দ্যঃসমাপ্ত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা রশিদ খান ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে তাকে পাচ্ছে না আফগান দল। তবে প্রথম ওয়ানডেতে রশিদের অভাব টেরই পায়নি আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে আফগানিস্তান।

২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। ১৪ রানে সাজঘরে ফিরে যান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এরপর দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। দুজনের ব্যাটে চড়ে শক্ত ভিত পায় আফগানরা।


ইব্রাহিম ৯৮ রানে আউট হলে ভাঙে ১৪৬ রানের জুটি। ৫৫ রান করে ফিরে যান রহমতও। এরপর শাহিদির ৩৮ ও মোহাম্মদ নবীর ২৭ রানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

এর আগে, হাম্বানটোটায় টস হেরে ব্যাট করতে নেমে ২৬৮ রানের পুঁজি পায় লঙ্কানরা।

১২ চারে সর্বোচ্চ ৯১ রান আসে আসালাঙ্কার ব্যাট থেকে। পাঁচ চারে ৫১ রানের ইনিংস খেলেন ধনাঞ্জয়া ডি সিলভা। ৩৮ রান করেন নিশাঙ্কা। আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন ফজল হক ফারুকী ও ফরিদ আহমেদ। দুই দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে রবিবার একই মাঠে অনুষ্ঠিত হবে।