সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেই দায়িত্ব ছাড়বে অন্তর্বর্তীকালীন সরকার: পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা

প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ০৬:১৩ অপরাহ্ণ ৭৯০ বার পঠিত
সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেই দায়িত্ব ছাড়বে অন্তর্বর্তীকালীন সরকার: পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার পর দায়িত্ব ছেড়ে দিতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
 

আজ রোববার ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) নিয়ে আলোচনার জন্য আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
 

মো. তৌহিদ হোসেন বলেন, “নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের বিশেষ আগ্রহ রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে আমরা দায়িত্ব থেকে সরে যাব। তবে নির্বাচন কবে হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি।”
 

ব্রিটিশ আন্ডার সেক্রেটারির সঙ্গে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচন নিয়ে তাদের আগ্রহ রয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তারা আমাদের সহায়তা করতে ইচ্ছুক এবং জানতে চেয়েছেন, কীভাবে তা করা সম্ভব। আমি তাদের বলেছি, আমাদের এখানে কারও কোনো রাজনৈতিক স্বার্থ নেই। আমরা শুধু একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি।”
 

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সরে যাওয়া। তবে নির্বাচন কবে হবে তা নির্ভর করছে বিভিন্ন কমিশনের প্রতিবেদন ও কাজের অগ্রগতির ওপর। সেগুলো পাওয়ার পরই আমরা সময় নির্ধারণ করতে পারব।”
 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে তিনি কবে সেখানে যাবেন, তা তার ব্যক্তিগত বিষয়।