আবারো নাব্যতা সংকটে চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জানুয়ারি ২০২৫ ০২:১৩ পূর্বাহ্ণ   |   ৩৫ বার পঠিত
আবারো নাব্যতা সংকটে চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ

ঢাকা প্রেস

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কু‌ড়িগ্রা‌মে ব্রহ্মপুত্র ন‌দে নাব্যতা সংকটের কার‌ণে চিলমারী-রৌমারী নৌরুটে ১৮ দিন ধ‌রে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

 

 

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গত ২৩ ডিসেম্বর থেকে নদীতে নাব্যতার সংকট ও ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিটিএ ক্লিয়ারেন্স দিলে এ রুটে আবারও ফেরি চলাচল শুরু হবে।

 

ত‌বে কবে নাগাদ চালু হ‌বে এ বিষ‌য়ে নি‌শ্চিত করে বল‌তে পারেননি এই কর্মকর্তা।

 

এ বিষয়ে বিআইডব্লিউটিসি-এর উপ সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ‘নদীতে সার্ভে করছি। বলদমারা থেকে রৌমারী ঘাট পর্যন্ত ছয় কিলোমিটার জু‌ড়ে সমস্যা রয়েছে। সাহেবের আলগা থেকে যে চ্যানেলটা এসেছে। পুরা চ্যানেলের চর ভেঙে নিয়ে যে ফেরি রুটটা ছিল সেই রুট বন্ধ হয়ে গেছে। চার হাজার ফিট ড্রেজিং করছি। দুই দিন পর আবার সেই ঢল এসে পূরণ হ‌য়ে গে‌ছে।