রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, আজমল হোসেন লেবু এবং যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতাকর্মীরা।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, গত শুক্রবার দুপুর ১টা পর্যন্ত রংপুরের ছয়টি আসনে মোট ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে রংপুর-১ আসনে ২ জন, রংপুর-২ আসনে ১ জন, রংপুর-৩ আসনে ৩ জন, রংপুর-৪ আসনে ২ জন, রংপুর-৫ আসনে ১ জন এবং রংপুর-৬ আসনে ২ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
মনোনয়ন ফরম উত্তোলনের পর জিএম কাদেরের পক্ষে বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান মোস্তফা। তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে হলে অবশ্যই সমতল সুযোগ তৈরি করতে হবে। সেই পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। এছাড়া, ৩০০ আসনে যোগ্য প্রার্থী পেলে সব আসনেই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্য রাখে দল।”