ঢাকা প্রেস নিউজ
যশোরের চৌগাছায় অপহৃত জুয়েলারি ব্যবসায়ী ধীরেন্দ্র দে (৬২)কে দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে চৌগাছা শহরের সরকারি খাদ্যগুদামের সামনে থেকে ধীরেন্দ্র দে অপহৃত হন। তিনি চৌগাছা বাজারের উত্তম জুয়েলার্সের মালিক।
চৌগাছা থানার ওসি (তদন্ত) কামাল হোসেন মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া দুজন হলেন ঝিকরগাছার বোধখানা এলাকার আবু সাইদ আল মামুন বাবু (৪২) ও যশোর সদরের ইছালি এলাকার ফিরোজ হোসেন (৪৫)।
ধীরেন্দ্র দে’র স্ত্রী জানান, তার স্বামী অসুস্থ ছিলেন, তাই দোকানে নিয়মিত যেতে পারতেন না। সোমবার সন্ধ্যায় তিনি দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন, তবে সেখানে পৌঁছাননি। বাড়িতে ফিরে ছেলেকে এ বিষয়ে জিজ্ঞেস করলে জানতে পারেন, তার বাবা দোকানে যাননি। ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়, এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ধীরেন্দ্র দে’র ছেলে উত্তম কুমার দে জানান, তাদের দোকানে হালখাতা ছিল, যা অনেকেরই জানা ছিল। সন্ত্রাসীরা হালখাতার টাকার জন্য তার বাবাকে অপহরণ করে থাকতে পারে বলে তার ধারণা। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে যশোর ডিবি পুলিশ অপহরণকারীদের গাড়ি শনাক্ত করে পিছু নেয়। অপহরণকারীরা দ্রুত পালানোর চেষ্টা করলে, চৌগাছার পুলিশ ও ডিবি তাদের আটকে ফেলতে সক্ষম হয়। গাড়িটি চৌগাছার দিকে যাওয়ার সময় সলুয়া বিশ্বাসপাড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় পুলিশ অপহরণকারীদের আটক করে। তবে দুজন পালিয়ে যায়।
চৌগাছা থানার ওসি কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।