কর পরিদর্শক পদে পদোন্নতিযোগ্য প্রার্থীদের আবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব কর কমিশনার ও মহাপরিচালকের দপ্তরে পাঠানো হয়েছে। চিঠিটি স্বাক্ষর করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-৪) (রুটিন দায়িত্ব) নুরুন্নাহার শিফা।
 
চিঠিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের ‘কর পরিদর্শক’ পদে পদোন্নতির জন্য কর বিভাগের ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের নিয়োগবিধিমালা অনুযায়ী যোগ্য প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদন সংশ্লিষ্ট অফিসে ১০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।
 
উল্লেখিত সময়সীমার মধ্যে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের আবেদন এনবিআরে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর কমিশনার ও মহাপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: বাসস