যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের ভয়াবহ তান্ডব, ৬০০ ছাড়াতে পারে নিহতের সংখ্যা

প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ ৬৭৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের ভয়াবহ তান্ডব, ৬০০ ছাড়াতে পারে নিহতের সংখ্যা

ঢাকা প্রেস নিউজ (অনলাইন ডেক্স):-

 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব অঞ্চল, বিশেষ করে ফ্লোরিডা ও জর্জিয়ায় হারিকেন হেলেনের আঘাত হানার ফলে যে বিপর্যয় ঘটেছে, তা অত্যন্ত ভয়াবহ। এই প্রাকৃতিক দুর্যোগে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে, অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা শতের কোঠায় ছিল যদিও কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। হোয়াইট হাউসের হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজারের মতে, প্রানহানির সংখ্যা ৬০০ ছাড়িয়ে যেতে পারে।

 

হারিকেনের তীব্রতা এতটাই ছিল যে, এটি ক্যাটাগরি-৪ এর ঝড় হিসেবে বিবেচিত হয়েছে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে, অনেক কমিউনিটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্যোগের পর থেকেই উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। মার্কিন প্রশাসন খাদ্য, পানি, যোগাযোগ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের মজুদ বাড়াতে কাজ করছে।