ওয়ারীতে দম্পতির মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৫:৫৮ অপরাহ্ণ   |   ৯০ বার পঠিত
ওয়ারীতে দম্পতির মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকার ওয়ারীর হিয়ার স্ট্রিট এলাকার একটি ফ্ল্যাট থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মো. মুঈদ (৩২) ও তার স্ত্রী আইরিন আক্তার রত্না (৩০)। শনিবার (১৯ এপ্রিল) রাতে ওয়ারী থানার পুলিশ খবর পেয়ে পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
 

ঘটনাটি নিশ্চিত করে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

তিনি আরও জানান, মুঈদের মরদেহে পচন ধরে গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি কয়েকদিন আগেই মারা গেছেন। তার পাশেই স্ত্রীর মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।