সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণ: বাবা ও ছেলে গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০১:৩৬ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণ: বাবা ও ছেলে গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী

সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জের সলঙ্গায় এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা।
 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত জমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকিরকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

সলঙ্গা থানা আমলী আদালত সূত্রে জানা যায়, বাবা ও ছেলেকে বিকেলে ধর্ষণ মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ভুক্তভোগী ১৫ বছর বয়সী কিশোরী প্রায় সাড়ে ছয় বছর ধরে জমসের ফকিরের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। মামলার বিবরণে ওসি জানান, জমসের ফকির ও তার ছেলে মুক্তা ফকির নিয়মিতভাবে ওই কিশোরীকে ধর্ষণ করতেন এবং বিষয়টি গোপন রাখার জন্য তাকে ভয় দেখাতেন। ভয়ে এতদিন কিশোরী বিষয়টি কাউকে জানায়নি। সম্প্রতি সে দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি তার পরিবারের নজরে আসে।
 

ওসি আরও জানান, মঙ্গলবার সকালে কিশোরীর মা বাদী হয়ে জমসের ফকির ও মুক্তা ফকিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।