সোমবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পুলিশের এসপি ও ওসিদের বদলির বিষয়ে এক প্রশ্নে জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘এসপি-ওসি বদলি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। এ বিষয়ে যা কিছু হবে, তা জানতে পারবেন।’
চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর অবস্থান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজ যত প্রভাবশালী হোক না কেন, সে যেই দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। গুলশানে চাঁদাবাজির ঘটনায় কি কাউকে ছাড় দেওয়া হয়েছে? কেউই ছাড় পায়নি, ভবিষ্যতেও পাবে না।’
মাদকদ্রব্য বহনের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘মাদক বহনকারীরা ধরা পড়লেও মূল গডফাদাররা এখনও আড়ালে রয়ে গেছে। তবে খুব শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে।’