আগামী নির্বাচনে নৌকা মার্কা থাকবে না: নাহিদ ইসলামের দাবি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ মার্চ ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ   |   ৬৬ বার পঠিত
আগামী নির্বাচনে নৌকা মার্কা থাকবে না: নাহিদ ইসলামের দাবি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মার্কা থাকবে না। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

 

সোমবার দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন, "বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। জনগণের দাবির ভিত্তিতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি এখন সময়ের দাবি। আগেও বলেছি, এখনো বলছি— আওয়ামী লীগ বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না। ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে রায় দিয়েছে।"

 

তিনি আরও বলেন, "এই রায় কার্যকর করার প্রক্রিয়া এখন আলোচনার বিষয়। যেহেতু বিচার চলছে, আমরা আইনি ব্যবস্থার প্রতি আস্থাশীল। বিচার ও রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি চূড়ান্ত করা যেতে পারে।"

 

ঈদ উপলক্ষে শহিদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, "ঈদের আনন্দের মধ্যেও আমাদের দুঃখ রয়েছে। আমরা গণঅভ্যুত্থানে অনেক ভাইবোনকে হারিয়েছি, যাদের ছাড়া বহু পরিবার ঈদ পালন করছে। তাদের স্মরণ এবং পরিবারের কষ্ট ভাগ করে নেওয়ার জন্যই আজ আমরা এখানে এসেছি।"

 

আওয়ামী লীগের বিচারের বিষয়ে তিনি বলেন, "এই শহিদ পরিবারের সামনে দাঁড়ানোর নৈতিক অধিকার আমাদের নেই, যদি আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে না পারি। সরকার থেকে যে সহযোগিতা দেওয়া হয়েছে, তা তাদের জন্য যথেষ্ট নয়। মূলত, তারা ন্যায়বিচার চায়। যারা গুলি চালিয়েছে, হত্যা করেছে, তাদের বিচারের দাবি আমাদের দলীয় এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ।"

 

আহত ও নিহতের পরিবারকে সহায়তা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, "সরকারের পক্ষ থেকে সহায়তার পরিমাণ আরও বাড়ানো উচিত। আমি যখন দায়িত্বে ছিলাম, চেষ্টা করেছি পরিবারগুলোকে সহযোগিতা করতে। মাসিক ভাতার ঘোষণাটি ঈদের আগে বাস্তবায়নের কথা থাকলেও বেশিরভাগ পরিবার এখনো তা পায়নি। আমরা আশা করি, সরকার প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করবে।"