সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ জুলাই ২০২৫ ০১:২৮ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
 

২৫ জুলাই (শুক্রবার) দুপুরে জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় ১ নম্বর থেকে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিএনপির ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে প্রাথমিক সদস্য ফরম তুলে দেওয়া হয়।
 

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার।
 

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওসমান মেম্বার, সুলতান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বারসহ সকল ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 

আল মুজাহিদ মল্লিক বলেন, “তারেক রহমানের নির্দেশনায় এই সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, দুঃসময়ে দলের পাশে ছিলেন, তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। সদস্যপদ প্রদানের ক্ষেত্রে ভালোভাবে যাচাই-বাছাই করে যোগ্যদের অন্তর্ভুক্ত করতে হবে।”
 

আজহারুল ইসলাম সানোয়ার বলেন, “বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে ত্যাগীদের মূল্যায়ন অপরিহার্য। প্রত্যেকটি ওয়ার্ডে সুষ্ঠুভাবে সদস্য ফরম বিতরণ করা হয়েছে এবং আমরা তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাব।”
 

এ কার্যক্রমের মধ্য দিয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।