কয়লা সংকটে প্রায় এক মাস বন্ধ থাকার পর কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র আজ থেকে আবারও উৎপাদনে ফিরছে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) মাতারবাড়ী সাইট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) মনোয়ার হোসেন মজুমদার জানিয়েছেন, ইন্দোনেশিয়া থেকে ৬৬ হাজার টন কয়লা নিয়ে আরেকটি জাহাজ মাতারবাড়ীতে আসছে আগামী রোববার (১ ডিসেম্বর)। আইনি জটিলতা নিরসনের পর বিদ্যুৎকেন্দ্রটি বছরে ৩৫ লাখ টন কয়লা আমদানির লক্ষ্যে মেঘনা গ্রুপ ও বিরলা নামে যৌথ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। এর মধ্যেই একটি জাহাজ কয়লা নিয়ে জেটিতে পৌঁছেছে।
শনিবার (৩০ নভেম্বর) থেকে ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট পুনরায় উৎপাদন শুরু করবে। বিদ্যুতের চাহিদা বাড়লে দ্বিতীয় ইউনিটও ৬০০ মেগাওয়াট উৎপাদনে যুক্ত হবে বলে জানিয়েছেন প্রকৌশলী মনোয়ার।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইন্দোনেশিয়ার পতাকাবাহী একটি জাহাজ ৭০ হাজার টন কয়লা নিয়ে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে পৌঁছায়। এরপর কয়লা খালাস কার্যক্রম শুরু হয়।
বঙ্গোপসাগরের উপকূলঘেঁষা ১,৬০০ একর পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র। এটি ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা সম্পন্ন। প্রকল্পটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫১,৯৮৪ কোটি টাকা। এটি বাস্তবায়ন করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড।
কয়লা সংকটের কারণে ৩১ অক্টোবর থেকে বিদ্যুৎকেন্দ্রটি সম্পূর্ণ বন্ধ ছিল। এবার কয়লার সরবরাহ নিশ্চিত হওয়ায় কেন্দ্রটি আবার উৎপাদনে ফিরছে।