চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত চারটি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর গুলি করার ঘটনার পর সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশ করিয়ে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে।
উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ৫৩ বিজিবির অধীন মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার ভেতরে গোপালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুইজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় তাদের বহন করা একটি ব্যাগ পড়ে গেলে বিজিবি সদস্যরা সেটি উদ্ধার করেন।
পরে ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো চারটি বিদেশি অস্ত্র, ২৪ রাউন্ড গুলি এবং নয়টি ম্যাগাজিন জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৫৩ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ এবং দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক কঠোর টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় অস্ত্র পাচার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির নিয়মিত অভিযান চলমান রয়েছে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের মধ্যে বিজিবির এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করা হয়েছে। তারা আশা করছেন, সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারির ফলে অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে আসবে।