বড়াইগ্রামে আলীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবলু গ্রেফতার 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ আগu ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ   |   ৯৭ বার পঠিত
বড়াইগ্রামে আলীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবলু গ্রেফতার 

নাটোর প্রতিনিধি:-


নাটোরের বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবলুকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

শনিবার (৩০ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মহিষভাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, রাজনৈতিক মামলায় মোয়াজ্জেম হোসেন বাবলুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।