খালেদা জিয়ার প্রতি সম্মান থাকলে গুজব ছড়াবেন না: ডা. জাহিদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৩ অপরাহ্ণ   |   ৭১ বার পঠিত
খালেদা জিয়ার প্রতি সম্মান থাকলে গুজব ছড়াবেন না: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজব না ছড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সমন্বয়ের কাজে প্রতিদিন সকাল-বিকেল মেডিকেল বোর্ডের বৈঠকে অংশ নিচ্ছেন তাঁর ছোট পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। পরিবারের অন্য সদস্য—শর্মিলা রহমান, শামীম ইস্কান্দারসহ স্বজনরাও নিয়মিতভাবে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হচ্ছেন।
 

শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা অগ্রগতির ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, অতীতেও খালেদা জিয়া কঠিন পরিস্থিতি থেকে সুস্থ হয়ে ফিরেছেন। এবারও সবার দোয়া ও চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টায় তিনি সুস্থ হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
 

তিনি জানান, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য তাঁর শারীরিক প্রস্তুতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, তবে মেডিকেল বোর্ড শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতিকে জটিল না করার অনুরোধ জানান তিনি।
 

ডা. জাহিদ আরও বলেন, গত ছয় বছর ধরে প্রতিকূল পরিস্থিতিতেও মেডিকেল বোর্ড পেশাগত দক্ষতার সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা করে আসছে এবং বর্তমানে একইভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
 

এদিকে শনিবার দুপুরের পরে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান তাঁর পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। লন্ডন থেকে শুক্রবার ঢাকায় পৌঁছে তিনি প্রথমেই হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অবস্থার খোঁজ নেন। এরপর ধানমন্ডিতে বাবার বাসায় কিছু সময় অবস্থান করে রাতে আবার হাসপাতালে আসেন। তাঁর আগমনকে ঘিরে হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়।