পুলিশ পাহারায় মাইলস্টোন কলেজ ছাড়লেন দুই উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ০৬:৩৯ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
পুলিশ পাহারায় মাইলস্টোন কলেজ ছাড়লেন দুই উপদেষ্টা

দীর্ঘ ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের ঘন পাহারায় মাইলস্টোন কলেজ ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের সহায়তায় পেছনের গেট দিয়ে কলেজ ছাড়েন তারা। এ সময় কলেজ প্রাঙ্গণে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। তবে তাদের গাড়ি দিয়াবাড়ি মোড়ে পৌঁছালে সেখানে ফের শিক্ষার্থীরা বাধা দেয়। বাধ্য হয়ে গাড়িগুলো আবার কলেজ ক্যাম্পাসে ফিরে আসে, এবং উপদেষ্টারা পুনরায় কলেজের একটি ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি পাহারায় গোপনে তারা ক্যাম্পাস ত্যাগ করেন।
 

এর আগে, দুপুর ৩টার দিকে প্রায় দুই শতাধিক পুলিশ সদস্য কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। সকাল থেকে অবরুদ্ধ উপদেষ্টাদের নিরাপদে বের করে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়। পুলিশি উপস্থিতি বাড়লে শিক্ষার্থীরা ধীরে ধীরে ক্যাম্পাস ত্যাগ করেন।
 

তবে তার আগেও উত্তপ্ত ছিল কলেজ চত্বর। দুপুর ২টা ১৫ মিনিটে ৫ নম্বর ভবনের সামনে অবস্থানরত পুলিশ সদস্যদের ওপর শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। পরিস্থিতির অবনতি হলে পুলিশ সদস্যরা সেখান থেকে পিছু হটেন।
 

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কলেজে পৌঁছান আইন ও শিক্ষা উপদেষ্টা। পরিদর্শন শেষে ক্যাম্পাস ছাড়ার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে এবং বিভিন্ন অভিযোগ তোলে। পরিস্থিতি উত্তপ্ত হলে উপদেষ্টারা কলেজের কয়েকজন শিক্ষকের সহায়তায় ৫ নম্বর ভবনের নিচতলার এক সম্মেলনকক্ষে আশ্রয় নেন। সেখান থেকে লাউডস্পিকারের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও উত্তেজনা কমেনি।