|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৪৪ অপরাহ্ণ

সাজেক অবরোধ: হাজার হাজার পর্যটক আটকে, হেলিকপ্টারে উদ্ধার


সাজেক অবরোধ: হাজার হাজার পর্যটক আটকে, হেলিকপ্টারে উদ্ধার


ঢাকা প্রেস
রাঙ্গামাটি প্রতিনিধি:-


বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় গত শুক্রবার থেকে চলমান অবরোধের কারণে প্রায় দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন। পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে ইউপিডিএফের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

অবরোধের ফলে সাজেক ভ্যালিতে খাদ্য, পানি ও গ্যাসের চরম সংকট দেখা দিয়েছে। পর্যটকরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের অনেকেই জরুরি ভিত্তিতে বাড়ি ফিরতে চাইছেন।
 

এই পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। রোববার থেকেই হেলিকপ্টারের মাধ্যমে কিছু পর্যটককে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। রিসোর্ট মালিকরা পর্যটকদের আকৃষ্ট করতে ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছেন।
 

উপজেলা নির্বাহী অফিসার শিরীন আখতার জানিয়েছেন, বিকেলের মধ্যে অবরোধ শিথিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আশা করছেন, মঙ্গলবার থেকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে গেলে বাকি পর্যটকরা নিজেদের গন্তব্যে চলে যেতে পারবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫