ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার সম্প্রসারণ: ফয়েজ আহমদ তৈয়্যব

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ আগu ২০২৫ ০১:১২ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার সম্প্রসারণ: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার (এনডিসি) ও ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টারের সম্প্রসারণ কাজ শেষ হবে।
 

বুধবার (২০ আগস্ট) যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি এনডিসি ও ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টারের কার্যক্রমও ঘুরে দেখেন।
 

পরিদর্শনকালে ফয়েজ আহমদ তৈয়্যব নতুন ডেটা সেন্টারের নকশা ও সাইট পরিকল্পনা পর্যালোচনা করেন। পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর মানোন্নয়ন এবং কার্যক্রমকে আরও দক্ষ ও আধুনিক করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
 

তিনি আইটি পার্ক কর্তৃপক্ষকে যশোরের অব্যবহৃত ফ্যাসিলিটিতে স্থানীয় স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত হ্যাকাথন, আইডিয়াথন, স্টার্টআপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও বিজ্ঞান মেলার আয়োজনের নির্দেশ দেন। তার মতে, এসব উদ্যোগ নতুন উদ্যোক্তা তৈরি এবং শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়ক হবে।
 

এছাড়া তিনি সাইবার নিরাপত্তা, ডিজিটাল ভেরিফিকেশন ও সাইবার লিটারেসি বিষয়ে জনসচেতনতা বাড়াতে নিয়মিত সেমিনারের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
 

এ সময় যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

পরে তিনি সেবা ডট এক্সওয়াইজেড এবং চালডাল ডট কমের কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে যশোর সার্কিট হাউজে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে বসেন এবং তাদের বিভিন্ন সমস্যা শোনেন। ভাড়া কমানোর দাবি জানালে তিনি জানান, বিষয়টি যাচাইয়ের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।