রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আদালত থেকে জামিন পেয়েছেন।
মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন সাংবাদিকদের জানান, “বিজ্ঞ আদালত আমাদের উপস্থাপিত তথ্য ও যুক্তিতে সন্তুষ্ট হয়ে নুসরাত ফারিয়ার জামিন দিয়েছেন।”
এর আগে সোমবার আদালত নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন শুনানির জন্য ২২ মে তারিখ নির্ধারণ করেন।
গত রোববার দুপুরে থাইল্যান্ডগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে উঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়, সেখান থেকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় তাকে আন্দোলনের বিরোধিতা এবং অর্থায়নে সহায়তা করার অভিযোগে আসামি করা হয়েছে।
ওই মামলায় আরও যেসব তারকাকে আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন—অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ মোট ১৭ জন।