প্রকাশকালঃ
০২ অক্টোবর ২০২৩ ০৫:১২ অপরাহ্ণ ২২১ বার পঠিত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। নেপালে প্রথম ভূমিকম্পটি হয় স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা ২৫ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। এর ২৫ মিনিট পর অনুভূত হয় দ্বিতীয় ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল ৬.২।
এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ ও ৫ কিলোমিটার ভূগর্ভে। নেপালের ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলও কেঁপে উঠে
মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস নেপালে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ ও ৫ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্পের রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে।
ইউএসজিএস বলছে, নেপালের দিপায়াল শহর থেকে ৪৩ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। আর দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তি হয়েছে দিয়াপাল থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।