পরকীয়ার অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে ক্লোজড

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৫ ১২:০০ অপরাহ্ণ   |   ১৭৭ বার পঠিত
পরকীয়ার অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে ক্লোজড

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কু‌ড়িগ্রাম জেলার রৌমারী থানার এক পুলিশ সদস্যের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে। এ অ‌ভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করা হয়েছে।
 

অ‌ভিযুক্ত পু‌লিশ সদস্যের নাম মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাকে কু‌ড়িগ্রাম পু‌লিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়।
 

এসব তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান।
 

এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন পরকীয়া করা নারীর স্বামী। অভিযোগ সূত্রে জানা গেছে, আট বছর আগে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাওপুর গ্রামের ওই যুবকের বিয়ে হয়। স্ত্রীর বাড়ি রৌমারী উপজেলার মধ্য ইছাকুড়ি গ্রামে। বিয়ের পর থেকে ওই যুবক রৌমারীতে ভাড়া বাসায় বসবাস ক‌রে আসছেন। তাদের ঘরে এক ছেলে সন্তান রয়েছে। ওই যুবক রৌমারী এলসি পোর্টে পাথর ভাঙার কাজ করতেন। পাশাপাশি বড়শি দিয়ে নদীতে মাছ ধরতেন।
 

মাছ ধরার সুবাদে রৌমারী থানার কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে ওই যুবকের পরিচয় হয়। একপর্যায় তাদের ম‌ধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গাঢ় হওয়ায় ওই যুবকের বা‌ড়িতে যাতায়াত ছিল কনস্টেবল মোস্তা‌ফিজুর রহমানের। পরে ওই যুবকের স্ত্রীর সঙ্গে কনস্টেবলের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়‌টি বুঝতে পেরে ভুক্ত‌ভোগী স্বামী রৌমারী থানায় ‌অ‌ভি‌যোগ ক‌রেন।
 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, মৌ‌খিক অ‌ভিযোগের ভি‌ত্তিতে কনস্টেবল মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করে পু‌লিশ লাইনসে সংযুক্ত করা হ‌য়ে‌ছে। লি‌খিত অ‌ভিযোগ পেলে তদন্ত করা হবে।