টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ওয়ানডে অভিষেকে সাইফ হাসান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ অক্টোবর ২০২৫ ০৬:২৪ অপরাহ্ণ   |   ৬৬ বার পঠিত
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ওয়ানডে অভিষেকে সাইফ হাসান

স্পোর্টস ডেস্ক:-

 

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বুধবার আবুধাবিতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে ব্যাট হাতে নামছে টাইগাররা।
 

এই ম্যাচ দিয়ে টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান ওয়ানডে ক্রিকেটে অভিষেক করছেন। সম্প্রতি এশিয়া কাপের মাধ্যমে তিনি টি-২০ দলে ফেরেন এবং আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জায়গা পেয়েছেন ওয়ানডে দলে।
 

টসের পর মিরাজ জানান, উইকেটটি ব্যাটিং সহায়ক মনে হয়েছে এবং তার ধারণা, ২৮০ রানের উইকেট হতে পারে এটি। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। পাশাপাশি, তিনি আশা প্রকাশ করেন যে, টি-২০ সিরিজে পাওয়া মোমেন্টাম ওয়ানডেতেও ধরে রাখতে পারবেন তারা।
 

দলে অনুমিতভাবেই আছেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাস না থাকায় ওপেনিংয়ে দেখা যেতে পারে সাইফ হাসানকে। মিডল অর্ডারে দায়িত্বে থাকবেন তাওহীদ হৃদয়, জাকের আলী ও নুরুল হাসান সোহান। পেস আক্রমণে নেই মুস্তাফিজুর রহমান; তার পরিবর্তে থাকছেন তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও হাসান মাহমুদ।
 

বাংলাদেশ একাদশ:
তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

 

আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সাদেকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া করোটি, আল্লাহ গজনফর, বাশির আহমেদ।