চুলের যত্নে কতদিন পর পর তেল মাখবেন?

প্রকাশকালঃ ০৪ জুলাই ২০২৪ ০৩:১৫ অপরাহ্ণ ৩৫১ বার পঠিত
চুলের যত্নে কতদিন পর পর তেল মাখবেন?

সুন্দর ঝলমলে চুল নারীর আবেগ। তাই একটু চুল পড়লে কিংবা রুক্ষ, শুষ্ক হলে যেন ঘুম নষ্ট হয়ে যায় অনেকের। কিন্তু ব্যস্ততাভরা জীবনে চুলের খেয়াল আসলে কয়জন রাখতে পারে। সঙ্গে ধুলবালি, অস্বাস্থ্যকর খ্যাদাভ্যাস সব মিলিয়ে চুল প্রাণ হারাতে থাকে। এছাড়াও এ মৌসুমে এমনিতেও অধিকাংশেরই চুল পড়ে। সেই সমস্যা নিরাময়ে তেল মাখার ওপর অনেকেই গুরুত্ব দেন। তবে মাথায় রোজ তো তেল মাখা সম্ভব নয়। স্বাস্থ্যকর চুল পেতে কদিন পর পর তেল মাখবেন চলুন জেনে নেই: 

 

  • ত্বকের চিকিৎসকদের মতে, চুল পড়া বন্ধ করাই হোক বা মাথার ত্বকের খেয়াল রাখা এজন্য রক্ত সঞ্চালন ভালো হওয়া প্রয়োজন। সেই কাজে সাহায্য করে তেল। তবে, চুল পড়া বন্ধ করতে হলে তেল মাখতে হবে চুল ও মাথার ত্বকের ধরণ অনুযায়ী।

  • চুল খুব রুক্ষ শুষ্ক হলে সপ্তাহে ২-৩ দিন তেল মাখা যেতে পারে। কিন্তু যদি চুল বা মাথার ত্বক খুব তৈলাক্ত হয়, সেক্ষেত্রে সপ্তাহে এক বার তেল মাখাই ভালো। তবে, শ্যাম্পু করার পরের দিনই মাথার ত্বক তেলতেলে হয়ে যায় অনেকের। সেক্ষেত্রে শ্যাম্পু ও তেলের ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।

  • যাদের চুল খুব তেলতেলে বা রুক্ষ নয়। মাথার ত্বক কিংবা চুল নিয়ে কোন সমস্যা নেই। তারা মাসে এক-দুবার তেল মাখতে পারেন। আবার সপ্তাহে তিন দিন মাখলেও কোন সমস্যা নেই।

  • মাথার ত্বক বা চুলের সমস্যা বুঝে তেল মাখুন। যেমন, শুধু চুল পড়ার সমস্যা থাকলে সপ্তাহে ২ থেকে ৩ দিন তেল মাখুন। চুলের গোড়া মজবুত করতে কাঠবাদাম, ক্যাস্টর বা নারকেল তেল হালকা গরম করে মাখুন। মাথায় খুশকির সমস্যা থাকলে নিম তেল মাখতে পারেন। টি ট্রি অয়েল মাখলেও খুশকির সমস্যা কমে। এই তেল সপ্তাহে এক বা দুবার মাখলেই ফল পাবেন।