সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে সংঘটিত অগ্নিকাণ্ড দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক সূত্র জানায়, অগ্নিকাণ্ডের শিকার পাওয়ার গ্রিডের কেন্দ্রটি ৪০০/১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন, যেখানে তিনটি ট্রান্সফরমার রয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।