ঢাকা প্রেস নিউজ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সংঘটিত সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব আরও ৩০ জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জনকে ঢাকা থেকে এবং বাকি ২৪ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সহিংসতার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগেও একই ধরনের ঘটনায় ঢাকায় ৮৩ জন এবং ঢাকার বাইরে ২৫১ জনসহ মোট ৩৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।