মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম আর নেই। বার্ধক্যজনিত কারণে আজ শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
এ কে খন্দকারের পূর্ণ নাম আবদুল করিম খন্দকার। তিনি ১৯৩০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। দেশের স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে উপ-প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেন।
বর্ণাঢ্য সামরিক ও রাজনৈতিক জীবনের অধিকারী এ কে খন্দকার ২০০৯ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সামরিক ও কূটনৈতিক অঙ্গনেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছাড়াও ভারত ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এ কে খন্দকারের মৃত্যুতে দেশের রাজনৈতিক, সামরিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: বাসস