ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জেরে সরকার সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের জেরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সরকার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনগণের জান-মাল রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে ক্ষতি থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনী সংবিধান ও আইনের মধ্যে থেকে তার দায়িত্ব পালন করবে। জনগণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ঢাকা মহানগরসহ সারা দেশের বিভিন্ন স্থানে কারফিউ শুরু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ১৯ জুলাই থেকে দেশের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছিল।