কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মী খিলগাঁও থানা পুলিশের গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২১ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মী খিলগাঁও থানা পুলিশের গ্রেফতার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

 



 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:
১. শাকিল আহমেদ (২৯) – ঢাকা জেলার দোহার থানা ছাত্রলীগের সভাপতি
২. জসিম খান (৩০) – খিলগাঁও থানা ৩ নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক
৩. সামিউল ইসলাম হৃদয় (৩০) – খিলগাঁও থানা ৭৪ নং ওয়ার্ড উত্তর নন্দীপাড়া রসুলবাগ ইউনিট যুবলীগের সদস্য সচিব
৪. আহসান হাবিব (৪২) – খিলগাঁও থানা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য
৫. আমিনুল ইসলাম লিটন (৪৭) – খিলগাঁও থানা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য
৬. মোঃ আমিনুল ইসলাম রিফাত (২৮) – ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য

খিলগাঁও থানার সূত্রে জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় নন্দীপাড়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে জসিম খান ও সামিউল ইসলাম হৃদয়কে গ্রেফতার করা হয়। একই রাত ১১:১৫ ঘটিকায় দক্ষিণ বনশ্রী এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়।

এরপর রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) রাত ১২:১৫ ঘটিকায় খিলগাঁও সি ব্লক এলাকা থেকে আহসান হাবিব ও আমিনুল ইসলাম লিটনকে গ্রেফতার করা হয়। রাত ১:৩০ ঘটিকায় তিলপাড়া থেকে আমিনুল ইসলাম রিফাতকে গ্রেফতার করে থানা পুলিশের অপর একটি টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা ভঙ্গ ও দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছিল। রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় তারা লিপ্ত ছিল।

বর্তমানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সূত্র: ডিএমপি নিউজ।