
ছাগল বিতরণের পাশাপাশি উপকারভোগীদের জন্য ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এছাড়া প্রতিটি ছাগলের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন ও ওষুধও সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিম আল মোস্তাকুর। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি, এমএসইউকে সংস্থার সভাপতি মোছা: তাহমিনা খাতুন, সমন্বয়কারী মো: হারুন অর রশিদ, পশু চিকিৎসক মো: মিলন, মুভি বাংলা টিভির রৌমারী প্রতিনিধি শহিদুল্লাহ কাইছার লেবু, বিপিএম-এর সাধারণ সম্পাদক শাহ জামাল, এমএসইউকে সংস্থার সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও মহিলা সমাজ উন্নয়ন কেন্দ্রকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চরাঞ্চলে পর্যাপ্ত চারণভূমি থাকায় এ ধরনের ছাগল বিতরণ কর্মসূচি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।