গাজীপুরে ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে পোশাক কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ এপ্রিল ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ   |   ১২৫ বার পঠিত
গাজীপুরে ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে পোশাক কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:-


 

গাজীপুরে ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার (১২ এপ্রিল) ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈর, টঙ্গী, বোর্ড বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে হাজারো পোশাক শ্রমিক।
 

সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শান্তিপূর্ণ মিছিল হলেও বিকেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোনাবাড়ীতে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড, কনকর্ড নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কাশিমপুরে ডিবিএল গ্রুপের মাইমুন ও মতিন গার্মেন্টস খোলা রাখার কারণে সেসব কারখানায় হামলা ও ভাঙচুর চালানো হয়।

 


 

এছাড়া কোনাবাড়ী এলাকায় বাটা, আজওয়া, পিজ্জা হল, আপেক্স, স্বপ্ন সুপার শপ, বিউটি সুইট মিটসহ প্রায় ১৫ থেকে ২০টি দোকান ও শপিংমলে হামলা চালানো হয়। স্থানীয় আবাসিক হোটেল রেইনবো ও মুনেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা।

 


 

একপর্যায়ে জনতা মুন হোটেল থেকে আসবাবপত্র বের করে মহাসড়কে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে গোটা কোনাবাড়ীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার ইউসুফ আলী বলেন, "বিকেলে বহিরাগত শ্রমিকরা এসে আমাদের কারখানায় হামলা চালায়। আমি একটি মিটিংয়ে আছি, পরে কথা বলছি।"
 

কাশিমপুরে ডিবিএল গ্রুপের এইচআর জিএম মো. নাইমুর রহমান জানান, বিকেল সাড়ে তিনটার দিকে কিছু শ্রমিক গেট এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে একটি বড় মিছিল নিয়ে কারখানায় প্রবেশের চেষ্টা করলে ছুটি ঘোষণা করা হয়। একইসঙ্গে মতিন স্পিনিং মিলস এবং মাইমুন লিমিটেডেও হামলা হয় বলে তিনি জানান।
 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার আবু মোহাম্মদ নাসের আল আমিন জানান, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ থেকে কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও দোকানে হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে নামে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।