অটোগ্রাফ দিতে গিয়ে পানির বোতলের আঘাতে আহত হয়েছেন জোকোভিচ

প্রকাশকালঃ ১১ মে ২০২৪ ০৪:৫২ অপরাহ্ণ ২৯৬ বার পঠিত
অটোগ্রাফ দিতে গিয়ে পানির বোতলের আঘাতে আহত হয়েছেন জোকোভিচ

 ১০ মে, ২০২৪  তারিখে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ম্যাচ জয়ের পর ভক্তদের অটোগ্রাফ দিতে গিয়ে মাথায় পানির বোতলের আঘাত পেয়েছেন।

এ ঘটনায় শুরুতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও, পরে জোকোভিচ জানিয়েছেন যে তিনি ভালো আছেন।

টুর্নামেন্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে জোকোভিচের কোন সেলাই লাগেনি, তবে মাথায় কিছুটা রক্ত জমাট বেঁধেছে।
জোকোভিচ যখন ম্যাচ শেষে মাঠ ছাড়ছিলেন, তখন একজন ভক্ত তার কাছে অটোগ্রাফ নিতে এগিয়ে আসেন।
জোকোভিচ যখন অটোগ্রাফ দিচ্ছিলেন, তখন আরেকজন ভক্তের ব্যাগ থেকে পানির বোতলটি পড়ে জোকোভিচের মাথায় লেগে যায়।
আঘাতের পর জোকোভিচ মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসে থাকেন।

টুর্নামেন্ট কর্তৃপক্ষ তৎক্ষণই চিকিৎসকদের ডেকে আনেন এবং জোকোভিচের পরীক্ষা করান।
তার মাথায় রক্ত দেখা গেলেও কোনো ধরনের সেলাই লাগেনি।

জোকোভিচ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, "আমার ঘটনায় উদ্বিগ্ন হয়ে যারা বার্তা দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটি দুর্ঘটনা ছিল। আইসপ্যাক নিয়ে হোটেলে বিশ্রামের পর ভালো আছি। রোববার সবার সঙ্গে দেখা হবে।"

জোকোভিচ দুর্ঘটনার আগে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্সের কোরেন্টিন মোটেটের বিপক্ষে ৬–৩ ও ৬–১ গেমে জয় পেয়েছিলেন।
জোকোভিচ রোববার পরের রাউন্ডে ইতালির আলেসান্দ্রো তাবিলোর মুখোমুখি হবেন।